News update
  • WHO Warns Global Surge in Antibiotic Resistance     |     
  • Dhaka stocks rebound after five-day losing streak     |     
  • Cox’s Bazar Airport Upgraded to International Status     |     
  • With $80 per capita Bangladesh is getting trappeded in climate debt     |     
  • Dhaka’s air recorded ‘unhealthy’ Monday morning     |     

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতলেন হানিয়া আমির

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-13, 4:49pm

rewerwerw-a6236b2bb0239e18adadebc249fda5881760352584.jpg




পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম সম্মানজনক পুরস্কার গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতেছেন সদ্য বাংলাদেশ ঘুরে যাওয়া জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। হাম অ্যাওয়ার্ডসের মঞ্চে নীল ঝলমলে পোশাকে উপস্থিত হন এ তারকা।

উজ্জ্বল মুখে মিষ্টি হাসিতে মঞ্চে উঠে পুরস্কার হাতে নিয়ে হানিয়া দেন আবেগঘন বক্তব্য। যা ইতমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।

মঞ্চে উঠে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সালাম দিয়ে সবাইকে শুভেচ্ছা জানান এরপর পরিবার বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন,

আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই আর আমার ভক্তরা যারা পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ তারাও আমার পরিবারের মতো।

হানিয়া আরও বলেন, অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান তার জন্য কৃতজ্ঞতা। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের। আন্তর্জাতিক অঙ্গনে কাজের মাধ্যমে যারা বিশেষ খ্যাতি অর্জন করেন তাদের দেয়া হয় এই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড। 

বর্তমানে হানিয়া আমির তার অভিনয় গুণে পাকিস্তানি নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে শুধু পাকিস্তানে নয় বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। গ্লোবাল সেনসেশনে পরিণত হওয়া এ তারকার পুরস্কার অর্জনে উচ্ছ্বসিত হানিয়া ভক্তরা।