News update
  • Economists express concern over bank merger; BB remains confident     |     
  • No response on request for Hasina’s extradition: Touhid Hossain     |     
  • Deep relations with US, economic ties with China: Touhid     |     
  • Recommendations on July Charter implementation submitted to CA     |     
  • Cyclonic storm ‘Montha’ now severe cyclonic storm; unlikely to hit BD     |     

ইস্কাটনে সালমানের সেই ফ্ল্যাট ঘিরে উত্তেজনা, কী খুঁজছে তদন্ত দল?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-28, 8:17am

9723e18eb1b26f133b429c10881e546bd502fb3c43ae3e03-05f0854968cf264f4cd2017151df952b1761617846.jpg




বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুরহস্যের জট আজও খোলেনি। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই চলছে পুলিশি তদন্ত। আর এ তদন্তে নায়কের ভাড়া নেয়া ইস্কাটনের সেই ফ্ল্যাটটি পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ।

তথ্য সংগ্রহের উদ্দেশ্যে রোববার (২৬ অক্টোবর) পুলিশ ফোর্স নিয়ে নায়কের বসবাসকৃত ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাট পরিদর্শন করেন রমনা থানার ওসি গোলাম ফারুক। প্রয়োজনীয় বেশ কয়েকটি স্থানের ছবি তোলেন।

মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীকে নিয়ে সালমান শাহ এ ফ্ল্যাটটিতেই ভাড়া থাকতেন। এ ফ্ল্যাটেই জড়িয়ে রয়েছে নায়কের অসংখ্য স্মৃতি। তবে নায়কের মৃত্যুর পর সিলগালা করে দেয়া হয়েছিল ফ্ল্যাটটি। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। তদন্তের খাতিরে পরিদর্শন শেষে ফ্ল্যাটের মালিকের সঙ্গেও কথা বলেন ওসি গোলাম ফারুক।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহ। তার মৃত্যুকে স্ত্রী সামিরা হক আত্মহত্যা দাবি করলেও নায়কের মা, বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

দীর্ঘ ২৯ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যুরহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।

অন্য ১০ আসামি হলেন: প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

উল্লিখিত ১১ জনের বিরুদ্ধে ৭ ডিসেম্বরের মধ্যে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ প্রতিবেদনে নায়কের অকালমৃত্যুর রহস্যের জট খুলবে- এমনটাই প্রত্যাশা সালমান ভক্তদের।