
একের পর বিশ্বকে চমকে দিচ্ছেন পপ তারকা টেলর সুইফট। গত অক্টোবরে তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তি পেয়েছে। এবার জানা গেল তার বিয়ের খবর। আগামী বছরেই আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গায়িকা।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পাকাপাকি করতেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই হাই প্রোফাইল তারকা জুটির বিয়ে নিয়ে আগে থেকেই শুরু হয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ। এর আগে টেলর ট্রাভিস কেলসির সঙ্গে বাগদান সারেন গত ২৬ আগস্ট।
শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ভাবলেও এখন সে পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা। বরং নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বাড়িটিকেই বিয়ের ভেন্যুতে রূপান্তর করছেন সুইফট। জানা গেছে, বিয়েতে ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে।
দুই তারকার বিয়ে নিয়ে আগেভাগেই নড়েচড়ে বসেছে তাদের টিম। মূলত, তাদের নিরাপত্তা প্রোটোকলগুলো এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এক সূত্র অনুযায়ী, টেলর সুইফটের তারকার মর্যাদা এবং জনজীবনের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য বিপদগুলোর কারণে তার নিরাপত্তা দল বর্তমানে ‘হাই অ্যালার্ট’ অবস্থায় আছে।
সূত্র আরও জানিয়েছে, ‘বিষয়টি এমন নয় যে টেলর অসতর্ক। সমস্যা হলো, তার জীবনযাত্রা এখন প্রায় সবারই জানা; তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হয়। তাই শঙ্কার বিষয়টি থেকেই যায়।’