
সিফাত নুসরাত একাধারে একজন অভিনেত্রী, মডেল, ব্যবসায়ী এবং উদ্যোক্তা। এবার তিনি বড় পর্দায় নিজেকে হাজির করছেন। নতুন মুখ হিসেবে তার কাজ দেখার জন্য অপেক্ষা করছেন সিফাতের ভক্তরা।
নিজের লেখা গল্প নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। নুসরাত যে গল্পে অভিনয় করছেন সেটি একটি সুপার ন্যাচারাল ঘরানার প্লট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই গল্পের একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে আরও কাজ করছেন ডিরেক্টর কিশোর নিল, জিলান, এবং এক্সিকিউটিভ প্রডিউসার সাহেল রনি।
বাংলাদেশের বিনোদন অঙ্গনে এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায়— যেখানে একজন নারী শিল্পী নিজের লেখা গল্পে নিজেই অভিনয় করছেন। তাই অনেকেই বলছেন, এটি দেশের শিল্পী-পরিমণ্ডলে নতুন দিশা দেখাবে।
নুসরাতের আগের কাজগুলো সবসময়ই প্রশংসিত হয়েছে। এবার তিনি যে নতুন এক ঘরানার সুপার ন্যাচারাল গল্প নিয়ে দর্শকদের সামনে আসছেন, তা আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
সিফাত নুসরাতের প্রথম বই ‘রুহি’ প্রকাশিত হয় চলতি বছরেই অমর একুশে বইমেলায়।
নবীন লেখিকার পাশাপাশি সিফাত নুসরাত একজন সফল ব্রাইডাল মডেল, ব্যবসায়ী এবং উদ্যোক্তা।