
২০২৫ সালে যেসব তারকাদের বিয়ের খবর ছিল আলোচনায়। ছবি: সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে নতুন বছর। আর কয়েকদিন পরই বিদায় নেবে ২০২৫। বছরজুড়ে তারকাদের পেশাগত সাফল্যের পাশাপাশি আলোচনায় ছিল তাদের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা। বিশেষ করে প্রেমের পরিণয়ে বাঁধা পড়া তারকাদের বিয়ের খবরে সরগরম ছিল শোবিজ অঙ্গন। নতুন বছরে পা রাখার আগে আলোচিত তেমনই কয়েকটি তারকা বিয়ের গল্প তুলে ধরা হলো-
তাহসান খান – রোজা আহমেদ
বছরের শুরুতেই ভক্তদের চমকে দেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। চলতি বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এই বিয়ের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ব্যক্তিজীবনে তাহসানের এটি দ্বিতীয় বিয়ে; তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
মেহজাবীন চৌধুরী – আদনান আল রাজীব
বিশ্ব ভালোবাসা দিবস, ১৪ ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। যদিও বিয়ের খবরটি তারা প্রকাশ্যে আনেন ২৪ ফেব্রুয়ারি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। প্রায় ১৩ বছরের সম্পর্কের পর এই জুটির বিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শবনম ফারিয়া – তানজিম তৈয়ব
প্রথম সংসার ভাঙনের প্রায় পাঁচ বছর পর দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। চলতি বছরের সেপ্টেম্বরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা এবং একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। উল্লেখ্য, ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া।
শামীম হাসান সরকার – আফসানা প্রীতি
চলতি বছরের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন তিনি। বিয়ে নিয়ে শামীম প্রায়ই রসিকতা করতেন বলে শুরুতে তার বিয়ের খবর নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। পরে অভিনেতা নিজেই বিষয়টি স্পষ্ট করেন।
জামিল হোসেন – মুনমুন আহমেদ
বর্তমান সময়ের আলোচিত অভিনেতা জামিল হোসেন চলতি বছরের ৬ এপ্রিল বিয়ে করেন। তার স্ত্রী মুনমুন আহমেদও অভিনয়ের সঙ্গে যুক্ত। একসঙ্গে নাটকে কাজ করতে গিয়ে তাদের পরিচয়, যা পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়। সেই সম্পর্কের পরিণয় ঘটে বিবাহের মাধ্যমে।