News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

ঢালিউড অ্যাওয়ার্ডে তারকাদের মিলনমেলা, রেড কার্পেটে ঝলমলে উপস্থিতি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-01-09, 10:13pm

ertgreterter-bbe64c8eb31cb73c83b6122e32dbddee1767975228.jpg




রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হয়েছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬’-এর সিলভার জুবিলি। দীর্ঘ এই যাত্রায় প্রথমবারের মতো দেশের মাটিতে বসছে বহুল আলোচিত এই পুরস্কার আয়োজন। ঢালিউড অ্যাওয়ার্ডে বসেছে তারকাদের মিলনমেলা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি।

ঢালিউড অ্যাওয়ার্ডে কথা বলেন শো-টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। অনুষ্ঠানে উপস্থিত আছেন অভিনেত্রী মনিরা মিঠু, নায়িকা রোজিনা, অভিনেত্রী তাসদিক নমিরা আহমেদ, অভিনেতা মিশা সওদাগর, সংগীত পরিচালক শওকত আলী ইমন, অভিনেত্রী মৌ শিখা, অভিনেতা শাহেদ শরিফ খান, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেতা সাঞ্জু জন, কণ্ঠশিল্পী সালমা, জাদুশিল্পী জুয়েল আইচ ও তাঁর সহধর্মিণী বিপাশা আইচ, কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী, অভিনয়শিল্পী ইয়াশ রোহান, কণ্ঠশিল্পী শাহরিন সুলতানা মীম, অভিনেতা শফিউল আলম বাবু ও তার কন্যা নবাগত নায়িকা মেলিতা মেহজাবিন অর্পা প্রমুখ।

২০০২ সাল থেকে যুক্তরাষ্ট্রে নিয়মিত আয়োজিত হয়ে আসা এই অ্যাওয়ার্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের সংস্কৃতি ও বিনোদনের এক পরিচিত নাম। দীর্ঘ বিদেশে অনুষ্ঠানটির আয়োজন করা হলেও এবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

আলো ও সঙ্গীতের আবহে একত্রিত হয়েছেন বিভিন্ন সময়ের পরিচিত মুখ, অভিজ্ঞ শিল্পী এবং নতুন প্রজন্মের প্রতিনিধি। ২০২৫ সালে সিনেমা, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে ত্রিশের বেশি শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হবে।

বিশেষ এই সিলভার জুবিলিতে থাকছে পুরস্কার প্রদান, স্মরণীয় পরিবেশনা, পুরোনো মুহূর্তের পুনঃউদযাপন এবং ঢালিউডের গুরুত্বপূর্ণ পথচলার সংক্ষিপ্ত প্রতিবেদন। আয়োজকদের ভাষ্য, এটি শুধু পুরস্কার বিতরণের অনুষ্ঠান নয়; শিল্পীদের সম্মান জানানোর পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি উদ্যোগ।

এই বিশেষ রাতে মুহূর্তটি সরাসরি দেখাচ্ছে এনটিভি। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে এনটিভির পর্দায়, এনটিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেশ ও বিদেশের দর্শকরা একসঙ্গে উপভোগ করছেন আলো–ছায়া ও স্মৃতির সন্ধ্যা।

এই সিলভার জুবিলি আসরের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ এবং পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ। আয়োজনটি ধারাবাহিকভাবে পরিচালনা করছে শো টাইম মিউজিক এন্ড প্লে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সিনেমা ও সংগীতকে তুলে ধরছেন।

ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডে ৩৪ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন যারা-

সেরা উপস্থাপক: নীল হুরেরজাহান, দেবাশীষ বিশ্বাস, শান্তা জাহান ও রাফসান সাবাব এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা গায়ক: প্রীতম হাসান (চাঁদ মামা, বরবাদ), ইমরান মাহমুদুল (বরবাদ), জি এম আশরাফ (নিঃশ্বাস, বরবাদ) ও হাবিব ওয়াহিদ (জাদু জানে) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা ব্যান্ড: চিরকুট (দামী), অ্যাশেজ (খোয়াবে), শিরোনামহীন (এই অবেলায় ২) ও আর্টসেল (ও আকাশ) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা গায়িকা: জেফার রহমান (লিচুর বাগানে, তাণ্ডব), দিলশাদ নাহার কনা (কন্যা, জ্বীন-৩), অদিতি রহমান দোলা (চাঁদ মামা, বরবাদ) ও কোনাল (মায়াবী, বরবাদ) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা নাটক পরিচালক: কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট), মোহাম্মদ মোস্তফা কামাল রাজ (তোমাদের গল্প), জাকারিয়া সৌখিন (মন দুয়ারী) ও কে এম সোহাগ রানা (দেনা পাওনা) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চলচ্চিত্র পরিচালক: রায়হান রাফী (তাণ্ডব), মেহেদী হাসান হৃদয় (বরবাদ), শিহাব শাহীন (দাগী) ও তানিম নূর (উৎসব) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চলচ্চিত্র অভিনেত্রী: সাবিলা নূর (তাণ্ডব), বুবলী (জংলী), তাসনিয়া ফারিণ (ইনসাফ) ও তমা মির্জা (দাগী) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা টিভি অভিনেত্রী: তানজিম সাইয়ারা তটিনী (তোমাদের গল্প), নাজনীন নাহার নিহা (মন দুয়ারী), মালাইকা চৌধুরী (ক্ষতিপূরণ) ও কেয়া পায়েল (এটা আমাদেরই গল্প) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা টিভি অভিনেতা: ফারহান আহমেদ জোভান (তোমাদের গল্প), জিয়াউল ফারুক অপূর্ব (মন দুয়ারী), তৌসিফ মাহবুব (মন দেওয়ানা) ও ইয়াশ রোহান (ক্ষতিপূরণ) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চলচ্চিত্র অভিনেতা: শাকিব খান (বরবাদ), আফরান নিশো (দাগী), সিয়াম আহমেদ (জংলী) ও জাহিদ হাসান (উৎসব) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

বিশেষ সম্মান: আদনান আল রাজীব এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

উদীয়মান তারকা: মন্দিরা চক্রবর্তী, মালাইকা চৌধুরী, পার্থ শেখ ও ফাররুখ আহমেদ রেহান এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা ফোক কণ্ঠশিল্পী: সুলতানা ইয়াসমিন লায়লা (রঙের রশীয়), নিশী শ্রাবণ (ও মুই না শুনুম), ফাতিমা তুয যাহরা ঐশী (কালা রে) ও মৌসুমী আক্তার সালমা (দিল দিওয়ানা) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চলচ্চিত্র: তাণ্ডব, উৎসব, সাবা ও বাড়ির নাম শাহানা এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছে।

সেরা গীতিকার: রবিউল ইসলাম জীবন (কন্যা), কবির বকুল (মন গলবে না), আল মাহমুদ মনজুর (এটা আমাদেরই গল্প) ও সোমেশ্বর অলি (মহামায়া, বরবাদ) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা সমালোচক নাট্য অভিনেতা: তৌসিফ মাহবুব (খোয়াবনামা), খায়রুল বাসার (ফান্দা), জিয়াউল হক পলাশ (কেন এই নিঃসঙ্গতা) ও ইয়াশ রোহান (ক্ষতিপূরণ) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা সংগীত পরিচালক: ইমরান মাহমুদুল (বরবাদ), হাবিব ওয়াহিদ (মহা জাদু), প্রিন্স মাহমুদ (জংলী) ও প্রীতম হাসান (বরবাদ) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চিত্রনাট্যকার নাটক: সিদ্দিক আহমেদ (তোমাদের গল্প), আহমেদ তাওকীর (রঙিন চশমা), অপূর্ণ রুবেল (কেন এই শূন্যতা) ও ভিকি জাহেদ (খোয়াবনামা) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চিত্রনাট্যকার চলচ্চিত্র: সিদ্দিক আহমেদ (বরবাদ), আদনান আদিব খান (তাণ্ডব), স্বাধীন আহমেদ ও সামিউল ভূঁইয়া (উৎসব) ও শিহাব শাহীন (দাগী) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা পার্শ্ব অভিনেতা নাটক: ইন্তেখাব দিনার (অনুতপ্ত), শহীদুজ্জামান সেলিম (দেনা পাওনা), মো: সাইদুর রহমান পাভেল (ব্যাচেলর পয়েন্ট) ও মারজুক রাসেল (ব্যাচেলর পয়েন্ট) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চলচ্চিত্র অভিনেত্রী – সমালোচক পছন্দ: জয়া আহসান (তাণ্ডব), মেহজাবীন চৌধুরী (সাবা), সাদিয়া আয়মান (উৎসব) ও সুনেরাহ বিনতে কামাল (দাগী) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চলচ্চিত্র পরিচালক – সমালোচক পছন্দ: রায়হান রাফী (তাণ্ডব), তানিম নূর (উৎসব), সরাফ আহমেদ জীবন (চক্কর) ও মাকসুদ হোসেন (সাবা) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা পুরুষ কণ্ঠশিল্পী – বিদেশ: অনিক রাজ, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব ও মিঠু মাহমুদ এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা পুরুষ কণ্ঠশিল্পী – সমালোচক পছন্দ: ইমরান মাহমুদুল (কন্যা, জ্বীন-৩), প্রীতম হাসান (লিচুর বাগানে, তাণ্ডব), মাহতিম শাকিব (মায়াপাখি, জংলী) ও বালাম (মায়া মায়া লাগে, হাউ সুইট) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা পার্শ্ব অভিনেতা চলচ্চিত্র: মিশা সওদাগর (বরবাদ), শহীদুজ্জামান সেলিম (তাণ্ডব), ইন্তেখাব দিনার (বরবাদ) ও সুমন আনোয়ার (চক্কর) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা অভিনেত্রী নাটক : সমালোচক পছন্দ: মেহজাবীন চৌধুরী (বেস্ট ফ্রেন্ড ২.০), তানজিন তিশা (ফান্দা), সাফা কবির (কেন এই নিঃসঙ্গতা) ও তাসনিয়া ফারিণ (প্রিয় প্রজাপতি) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা নারী কণ্ঠশিল্পী : সমালোচক পছন্দ: আতিয়া আনিশা (জনম জনম), নাজমুন মুনিরা ন্যান্সি (মায়া মায়া লাগে), জিনিয়া জাফরিন লুইপা (চুড়ি চম চম বাজে), সোমনুর মনির কোনাল (মায়াবী) ও সিথি সাহা (প্রেমেরই জখম) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চলচ্চিত্র অভিনেতা : সমালোচক পছন্দ: শাকিব খান (তাণ্ডব), আফরান নিশো (দাগী), চঞ্চল চৌধুরী (উৎসব) ও সিয়াম আহমেদ (জংলী) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা পার্শ্ব অভিনেত্রী নাটক: পারসা ইভানা (মির্জা), রুনা খান (বোহেমিয়ান ঘোড়া), মনিরা আক্তার মিঠু (তোমাদের গল্প) ও দীপা খন্দকার (এটা আমাদেরই গল্প) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা পার্শ্ব অভিনেত্রী চলচ্চিত্র: আফসানা মিমি (উৎসব), রোকেয়া প্রাচী (সাবা), সুনেরাহ বিনতে কামাল (দাগী) ও মনিরা আক্তার মিঠু (দাগী) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা চিত্রনাট্যকার চলচ্চিত্র: সিদ্দিক আহমেদ (বরবাদ), আদনান আদিব খান (তাণ্ডব), স্বাধীন আহমেদ ও সামিউল ভূঁইয়া (উৎসব) ও শিহাব শাহীন (দাগী) এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সেরা নারী কণ্ঠশিল্পী (বিদেশ): রানো নেওয়াজ, কৃষ্ণা তিথি, ত্রিনিয়া হাসান ও নীলিমা শশী এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।