
বুধবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন রাফসান ও জেফার।
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্কটি বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে বলে নিশ্চিত করেছেন ঘনিষ্ঠজনরা।
উভয়ের ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত এক সপ্তাহ আগেই জেফার-রাফসানের ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। তাতে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে।
যদিও জেফার কিংবা রাফসানের বরাতে বিয়ে নিয়ে কোনো তথ্য সামনে আসেনি। দুজনের সঙ্গেই একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। মূলত রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের হাত আছে, সোশ্যাল মিডিয়ায় এমন কথা শোনা যায়। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুডশপের ভেতরে দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সময় থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো হয়।