News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

ডাব খাওয়ার ৫ সতর্কতা

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-08-23, 6:58am

14c51c077694ca9e8c05259d9f11ea7309e7b767c7c05ede-f2fa2da5462a95f77e905f16145a69261755910700.jpg




ডাবের পানি হোক বা ডাবের শাঁস – দুটোই খুব উপকারী। তবে কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি। ডাব খাওয়ার সময় নিচের ৫টি বিষয়ে সাবধান থাকা উচিত।

দেখে নিন ডাব খাওয়ার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল করা দরকার-

১. ডায়াবেটিস রোগীরা পরিমাণে খাবেন: ডাবের পানিতে প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ ও গ্লুকোজ) থাকে। বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

২. কিডনি রোগীরা অতিরিক্ত খাবেন না: ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে। কিডনির সমস্যা থাকলে শরীর পটাশিয়াম ঠিকভাবে বের করতে পারে না, এতে হার্টের ঝুঁকি বাড়ে।

৩. সর্দি-কাশি ও ঠান্ডাজনিত অসুখে সীমিত খেতে হবে: ডাবের পানি ঠান্ডা প্রকৃতির, তাই অতিরিক্ত খেলে সর্দি, গলা বসা বা কাশি বেড়ে যেতে পারে।

৪. খালি পেটে বেশি না খাওয়াই ভালো: ডাবের পানি খালি পেটে অনেক সময় গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা অস্বস্তি বাড়িয়ে দিতে পারে।

৫. বেশি পরিমাণে একসাথে খাবেন না: ডাবের পানি ও শাঁস একসাথে অতিরিক্ত খেলে ডায়রিয়া বা হজমের সমস্যা হতে পারে।

তাই পরিমাণমতো, শরীরের অবস্থা অনুযায়ী ডাব খাওয়াই সবচেয়ে ভালো।