News update
  • Attacks on world order, global aid hits progress on poverty     |     
  • Bangladesh, US Begin 3-Day Talks on Tariff and Trade     |     
  • A second Nakba?: UNRWA Commissioner-General on Gaza:     |     
  • Flood force postponement of Cumilla Board HSC exams Thursday     |     
  • Ensure law and order by Dec for peaceful election: CA     |     

ঢামেকে লিফটে দেড় ঘণ্টা আটকে ছিলেন রোগী

গ্রীণওয়াচ ডেস্ক হাসপাতাল 2025-02-18, 7:52pm

rwerewrqe24-d02a54f1699a664a308370a414ac14521739886734.jpg




ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের লিফটে আটকে থাকা রোগী-স্বজনসহ চারজনকে দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে বিদ্যুৎ চলে গেলে লিফটটি নিচতলা ও দোতলার মাঝখানে আটকে যায়। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন।

লিফটে আটকে পড়া একজন বলেন, তৃতীয় তলা থেকে নিচে নামার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ভেতরে অন্ধকার হয়ে যায়। কিছুই দেখা যাচ্ছিল না। মোবাইলের আলো জ্বালিয়ে লিফটম্যানকে ফোন দিলে তিনি আধা ঘণ্টা পর এসে দরজা খোলেন। কিন্তু লিফট ঝুলে থাকায় আমরা বের হতে পারছিলাম না। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আমাদের উদ্ধার করেন।

লিফটম্যান কবির বলেন, খবর পেয়ে এসে দেখি, দরজা খোলা গেলেও লিফট এমনভাবে আটকে ছিল যে, তাদের নামানো সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস আসে, বিদ্যুৎ ফিরে এলে তাদের বের করে। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) মো. শাহজাহান শিকদার বলেন, বিকেল ৩টা ৩ মিনিটে আমাদের কাছে ফোন আসে, ঢামেকের পুরোনো ভবনের একটি লিফটে কয়েকজন আটকা পড়েছেন। সিদ্দিক বাজার থেকে আমাদের একটি ইউনিট সেখানে গিয়ে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুস সামাদ আজাদ বলেন, একুশে ফেব্রুয়ারির কারণে দুপুরের দিকে ডিপিডিসি তাদের বিদ্যুৎ বন্ধ রাখে। এতে করে আমাদের লিফটের ভিতরে থাকা কয়েকজন লিফটের ভিতরে আটকে যান। পরে আমাদের লিফটম‍্যানকে খবর দিলে তিনি এসে দরজা খুলে দিলেও আটকে পড়ারা কোনোভাবেই নামতে পারছিল না। লিফটি নিচতলা এবং দোতালার মাঝে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে আমরা বিষয়টি ডিপিডিসিকে জানাই এবং তারা বিদ্যুৎ চালু করে দেন। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ও একটি টিম এখানে এসেছিল। পরে লিফটি সাময়িকভাবে বন্ধ রাখা হলে পরে আবার চালু করে দেওয়া হয়। তবে, এতে কেউ হতাহত বা আহত হয়নি। আরটিভি