News update
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     

স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি, টীকা নিয়ে ভোগান্তিতে শিশুদের অভিভাবকরা

হাসপাতাল 2025-10-05, 10:29pm

health-workers-are-strike-in-kalapara-7f9c4c71ae10e417e6f2707904786c171759681765.jpg

Health workers are strike in Kalapara.



পটুয়াখালী:  ৬ দফা দাবিতে সারাদেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় কর্ম বিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। রবিবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে এ কর্মসূচি পালন করেন তারা।

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে শিশুদের রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছে শিশুদের অভিভাবকরা। কর্ম বিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের কলাপাড়ার শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদস্য জুলিয়া নাসরিন ও মনিরা সুলতানা।

বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান। এছাড়া তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান তারা। - গোফরান পলাশ