News update
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     

শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-01-22, 3:16pm

resize-350x230x0x0-image-208439-1674372726-1-21d30c548004aa50cefe1234ad4daf6b1674378994.jpg




আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গীর তুরাগ পাড়ে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়ে। চলে দীর্ঘ

২৯ মিনিট মোনাজাত পরিচালনা করেন ইজতেমার শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ। মোনাজাতে দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করা হয়। বিশ্ব শান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি ও পাপ থেকে মুক্তির মিনতি জানানো হয়। এ সময় লাখো মুসল্লির কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে ইজতেমা ময়দান।

এর আগে, মাওলানা ইউসুফ হেদায়েতি বয়ান করেন। হেদায়েতি বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আবদুল্লাহ মনসুর।

এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষেরা ইজতেমার মাঠে উপস্থিত হয়েছেন। ভোর ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ থেকে ছেড়ে আসা আবদুল্লাহপুর-টঙ্গীগামী প্রতিটি বাসে ছিল ব্যাপক ভিড়। রামপুরা, বাড্ডা, নতুনবাজার এলাকায় অনেক মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাসে উঠতে না পেরে কেউ কেউ বাইকে আবারও অনেকেই রিকশা বা হেঁটে আখেরি মোনাজাতে যোগ দেন।

প্রথম পর্বের সাতজন এবং দ্বিতীয় পর্বের ছয় জনসহ এবার বিশ্ব ইজতেমায় ১৩ জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।