News update
  • Dhaka's air ranks worst in the world for 3rd day in a row     |     
  • Two drug shops fined in Kalapara for selling chemicals     |     
  • Menstrual Health-Hygiene Unaffordable for Poor Girls, Women      |     
  • Colombo Freedom Pride Parade, June 4 to celebrate democracy     |     
  • Russia’s arrest warrant for top Republican, Lindsey Graham     |     

জন্মের পর হাসপাতালে অন্য শিশুর সঙ্গে বদল হন রানী, যেভাবে ফিরে পান মা

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-03-23, 7:47am

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1679536172.jpeg




বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জি। জন্মের পরই হাসপাতালে অন্য শিশুর সঙ্গে বদলে গিয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে মেয়েকে খুঁজে বের করেন মা কৃষ্ণা মুখার্জি।

জানা যায়, এক পাঞ্জাবি পরিবারের শিশুর সঙ্গে রানী অদল-বদল হন। তবে মায়ের চোখ ফাঁকি দেওয়ার সাধ্য কার! নিজের সন্তানকে ঠিকই চিনে ফেলেন অভিনেত্রীর মা। রানীর চোখের মণির রং খয়েরি, আর তা দেখেই মেয়েকে শনাক্ত করেন তিনি।

প্রসঙ্গত, গেল ১৭ মার্চ মুক্তি পেয়েছে রানী অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি। এর মাধ্যমে বলিউড বাদশা শাহরুখকে টেক্কা দিয়েছেন তিনি। সিনেমাটিতে সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। পুরো সিনেমায় মা রানীর আবেগ ছুঁয়ে গেছে সিনেমাপ্রেমীদের। তথ্য সূত্র আনন্দবাজার পত্রিকা।