News update
  • Two drug shops fined in Kalapara for selling chemicals     |     
  • Menstrual Health-Hygiene Unaffordable for Poor Girls, Women      |     
  • Colombo Freedom Pride Parade, June 4 to celebrate democracy     |     
  • Russia’s arrest warrant for top Republican, Lindsey Graham     |     
  • Include Japan, ASEAN for momentum in Rohingya repatriation     |     

মেক্সিকোতে অভিবাসন প্রত্যাশীদের শিবিরে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩৯ জন

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-03-29, 8:45am

01000000-0a00-0242-2bb5-08db2f84ee40_w408_r1_s-45e13b4c14c66e6fd57e8892f88baf281680057907.jpg




যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে মেক্সিকোর একটি অভিবাসন প্রত্যাশীদের আটক কেন্দ্রে, মঙ্গলবার ভোরের আগে আগুন লাগলে কমপক্ষে ৩৯ জন নিহত হন।

টেক্সাসের এল পাসোর ঠিক ওপারে, সিউদাদ হুয়ারেজের ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট পরিচালিত কেন্দ্রে এই আগুনের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, পার্কিংয়ের জায়গায় বেশ কয়েকটি সারিবদ্ধ মৃতদেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে ।

ইনস্টিটিউটের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ২৯ জন আহত হয়েছেন। মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে কমপক্ষে ৬৮ জন পুরুষকে সিউদাদ হুয়ারেজের এই কেন্দ্রে রাখা হয়েছিলো। এই জায়গাটি, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক অভিবাসন প্রত্যাশী বা আশ্রয়প্রার্থীদের জন্য একটি প্রধান পারাপার এলাকা।

আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।