
Families affected by acquisition of land for the Payra Post formed a human chain in Kalapara seeking rehabilitation on Saturday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃক বেড়িবাঁধ প্রশস্ত করে রাস্তা নির্মাণে উচ্ছেদ আতঙ্কগ্রস্ত জিয়া কলোনীর ভূমিহীন ২২ পরিবারের যথাযথ পুনর্বাসন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত খাস জমিতে ২২টি পরিবার তাদের বাড়ি-ঘর নেওয়ার ৬ মাস পরেও এখন পর্যন্ত একটি টিউবয়েল বসানো হয়নি। বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। অন্যদিকে বাকি পরিবারগুলোর জন্য আন্ধারমানিক নদীর তীর ঘেঁষে নদীর একটা অংশ ভরাট করে পুনর্বাসনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। যা বসবাসের উপযোগী নয়। এই জায়গায় বাড়ি ঘর সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান আরাফাত কন্সট্রাকশনের লোকজন পরিবারগুলোকে হয়রানি করছে। এই পরিস্থিতিতে প্রথম পর্যায়ের ২২টি পরিবারের জন্য অতি দ্রুত বিদ্যুৎ, টিউবয়েল, পুকুর, চলাচলের রাস্তা এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোঃ ফোরকান হাওলাদার, মোঃ ইব্রহিম শিকারী, লাইলী বেগম, কবির হোসেন, জসিম প্যাদা, সালেহা বেগম, আল আমিন খান । প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী এর সদস্য সচিব মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী এর প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের আহবায়ক এবং কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি প্রমূখ। - গোফরান পলাশ