News update
  • COP30 under difficult conditions     |     
  • Political parties who signed 'Historic July Charter'     |     
  • যা আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়       |     
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     
  • Trump, Putin to Meet in Budapest After ‘Productive’ Call     |     

৪০ হাজার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে : নসরুল হামিদ

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-01-30, 11:00pm

resize-350x230x0x0-image-209753-1675089846-de2e0d1dfd05ae278c4a490d743a93261675098055.jpg




আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১৪ বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতায় ৪০ হাজার ৯২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।

সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত মহাপরিকল্পনা ‘ইন্ট্রিগেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান’ প্রণয়ন করেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।