News update
  • Attack on ex-envoy Bernicat: DB gives charge sheet against 9     |     
  • Dhaka’s air still ‘unhealthy for sensitive groups’     |     
  • Maldives opposition candidate Muiz wins presidential runoff     |     
  • Father hacks daughter dead over loan repayment in Chuadanga     |     
  • Mediterranean ‘becoming cemetery for children, their futures’     |     

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-05-13, 10:28am

resize-350x230x0x0-image-223161-1683949479-490b20abd314b6873be834178ce99a681683952096.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ।

শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

এবার ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৩৬৮ জন। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন ৩৪ জন শিক্ষার্থী।

এবারও দেশের ৮টি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ভর্তি পরীক্ষা হচ্ছে। ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৬০ নম্বর বহুনির্বাচনী এবং ৪০ নম্বর লিখিত। দুই অংশের উত্তর দেওয়ার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা।

এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।