News update
  • Capital markets surge at DSE with year’s highest turnover     |     
  • Weapons and drugs seized in Chattogram army operation, 2 arrested     |     
  • Tarique says people won’t allow ‘vote robbery’ on Feb 12     |     
  • Dhaka records world’s worst air quality Wednesday morning     |     
  • US Ambassador visits Ctg Port to reinforce commercial coop     |     

ডিআরইউ ক্রীড়া উৎসব: অ্যাথলেটিকসে ত্রিমুকুট যুগান্তরের জ্যোতির্ময় মন্ডলের

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-05-17, 8:28am

image-90359-1684244972-59690b13f69e432d9912c95e94ce693f1684290536.jpg




ওয়ালটন স্মার্ট টিভি-ডিআরইউ ক্রীড়া উৎসবে পুরুষদের অ্যাথলেটিকসে তিনটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল।

রাজধানীর পল্টনস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে পিছনে ফেলে টানা তৃতীয়বারের শ্রেষ্ঠত্ব অর্জন করেন জ্যোতির্ময়।  রানার আপ হয়েছেন দৈনিক কালবেলার মাহমুদুন্নবী চঞ্চল এবং তৃতীয় হয়েছেন চ্যানেল আই’য়ের তারিকুল ইসলাম মাসুম।

পুরুষ ২০০ মিটার দৌড়ে জ্যোতির্ময়ের পেছনে থেকে দ্বিতীয় হন চ্যানেল আই’য়ের তারিকুল ইসলাম মাসুম। 

পুরুষদের গোলক নিক্ষেপেও প্রথম হন জ্যোতির্ময়। এতে ফ্রিল্যান্স সাংবাদিক আজিজুল ইসলাম মামুন দ্বিতীয় এবং দৈনিক সংগ্রামের জাফর ইকবাল তৃতীয় স্থান লাভ করেন।

নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হযেছেন নাগরিক টিভির শাহনাজ শারমিন। সময় টেলিভিশনের রোজিনা রোজী দ্বিতীয় এবং বিটিভি’র শামসুন্নাহার বিনু তৃতীয় স্থান লাভ করেন।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তথ্য সূত্র বাসস