News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে কর্মসূচী

error 2022-03-03, 6:55pm

International Women's Day



আপনারা অবগত আছেন যে এবছর আন্তর্জাতিক নারী দিবস কমিটির উদ্যোগে ৪৬টি সংগঠন “পৃথিবী আমারে চায়: জলবায়ু সংকট মোকাবেলায় আমরা” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন করবে।

এ উপলক্ষে আগামী ২০ ফাল্গুন ১৪২৮/০৫ মার্চ ২০২২, শনিবার সকাল ৮টায় রমনা পার্কের অরুণোদয় গেইটের সামনে জমায়েত হয়ে ৮.৩০ মিনিটে পদযাত্রা শুরু করা হবে। পদযাত্রাটি ব্যানার, ফেষ্টুন, লাঠি খেলা ও শ্লোগানসহ মৎস ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। পদযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ১২:০০ টা পর্যন্ত ঘোষণাপত্র পাঠ, আবৃত্তি, গান ও নাচ সহকারে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

উল্লেখ্য যে, পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে সবুজ। উক্ত অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।

তামান্না খান - আহ্বায়ক, আন্তর্জাতিক নারী দিবস কমিটি, আন্দোলন সম্পাদক, নারীপক্ষ