News update
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     

ইসলামিক নাটক ‘আলোর পথে’

error 2021-10-05, 2:21pm

alor pothe



চট্টগ্রাম: চট্টগ্রামে নির্মিত হল ইসলামিক নাটক ‘আলোর পথে’। দৈনন্দিন জীবনে ইসলামিক আচার-আচরণ, আল্লাহর বিধি-বিধান ও রাসুলের (স.) সুন্নত পালনে ধর্মীয় দিক ফুটে ওঠবে এ নাটকে।

শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রাম সিটির হালিশহরে এর চিত্র ধারণ করা হয়েছে।

নুরুল আমিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা আশরাফুল করিম সৌরভ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেন গুপ্ত, মোশারফ ভূঁইয়া পলাশ ও নাসরিন আক্তার হীরা। কারিগরি সহায়তা করেছে আ-কার ই-কার চলচিত্র ও অনল মিডিয়া ভিশন।

জাগো মিড়িয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনএ খোকনের গ্রন্থনা ও পরিকল্পনায় এবং মামুন খান রাহী, সৌরভ পাল ও এঞ্জেলার সহযোগিতায় চিত্র ধারণে ছিলেন প্রান্ত শর্মা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন টুয়েন্টিফোর টিভির চেয়ারম্যান হুমায়ুন কবির। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদান্তে জাগো মিড়িয়া টিম।

শিগগির নাটকটি প্রচারিত হবে টুয়েন্টিফোর টিভির অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। - প্রেস বিজ্ঞপ্তি