News update
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     

বীজন নাট্য গোষ্ঠীর আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত

error 2022-04-24, 10:26pm

278506948_410675854233781_2228590608387617570_n-681e754413923a331b2b596defc4e6501650817569.jpg

বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি



বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি শুক্রবার (২২ এপ্রিল) লতিফ আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

লেখক শামছুল আরেফিন শাকিলের সভাপতিত্বে ও দলের সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জুয়েল। দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশের সার্বিক তত্বাবধানে এতে বিশেষ অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মুখার্জি বিংকু ও কবির বাবু, অনুষ্ঠান প্রযোজক বৈদ্যনাথ অধিকারী, সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান, জয়িতা হোসাইন নিলু, মুজিবুর রহমান, বনানী শেখর রুদ্র, তৌহিদ ইকবাল, জসিম উদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন মিয়া বাবলা, সাজ্জাদ ভূঁইয়া, সায়েম, নাছরিন হীরা, উম্মে কুলছুম কেয়া, রাজিয়া রত্মা, আরিফা সিদ্দিকী, নাছরিন তমা, মান্নান হিমেল, পারভেজ চৌধুরী, জয়নাল আবেদিন, বিনা দাশ, প্রান্ত শর্মা, সৌরভ পাল, ইকবাল ইবনে মালেক, রাবেয়া জামাল এঞ্জেলা।

গিয়াস উদ্দিন জুয়েল বলেন, ‘সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য একমাত্র উপায় হচ্ছে নাটক। আমরা নাটকের মাধ্যমে সমাজকে আলোকিত করে তুলব, আমাদের দেশীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরব।’

সংবদ প্রেরক, মোশারফ ভূঁইয়া পলাশ, মোবাইল: ০১৭১১-০১১৮৬৩