ঝিনাইদহের শৈলকুপায় সরকারি আবাসন প্রকল্পের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ওই আবাসনের ৭ জন বাসিন্দার ঘরসহ রান্নাঘর। পুড়ে মারা গেছে একটি ছাগল।
আজ (৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে শৈলকুপার মাহমুদপুর আবাসন প্রকল্পে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুর ২ টার দিকে ওই আবাসনের একটি রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে যায় আবাসনের ৭ টি ঘর ও ঘরের আসবাবপত্র।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ইনচার্জ সঞ্জয় কুমার দেবনাথ বলেন, মাুনষের কাছ থেকে শুনে শৈলকুপা ২টি ইউনিট দ্রæত সেখানে পৌছায়। এরপর আগুনের ব্যাপকতা দেখে পরবর্তীতে ঝিনাইদহ থেকে আরো দুটি ইউনিট আসে । যৌতভাবে প্রায় ১ঘটনার চেষ্টায় পুরো আগুর নেভাকে সক্ষম হই।
তিনি আরো বলেন, ঘটনা মুলত হয়েছে রান্নাঘরের আগুন থেকে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও তদন্ত সাপেক্ষে বলা যাবে ।