News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Admin1 2024-07-10, 11:55pm

many-unauthorised-structures-were-evicted-in-mobile-court-drive-in-patuakhali-on-wednesday-a8628441d229c51e672ac7b53995f57a1720634114.jpg

Many unauthorised structures were evicted in mobile court drive in Patuakhali on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম্যমান আদালতের অভিযানে বহুতল ভবন সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১০ জুলাই)  সকাল ১০টা থেকে উপজেলার মহিপুর মৎস্য বন্দরে উচ্ছেদ অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। তবে বহুতল ভবন উচ্ছেদের তালিকা নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা গুঞ্জন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ জানান, বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের পূর্ণবাসনের জন্য সরকার অস্থায়ীভাবে স্থাপনা নির্মাণের জন্য শর্ত সাপেক্ষে সরকারী জমি বরাদ্দ দেয়।

এক বছরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে এই জমিগুলো।  সরকারের শর্ত ভঙ্গ করে আমরা দেখতে পাচ্ছি যে, এখানে বেশ কয়েকটি বহুতল সহ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সেগুলো উচ্ছেদের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।'

তিনি আরও জানান, 'ইতিমধ্যে পাঁচ-সাতটি বহুতল স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। সরকারি শর্তের বাইরে গিয়ে স্থাপনা নির্মান করা যাবেনা বলে মন্তব্য তার।'

এদিকে মহিপুর মৎস্য বন্দরের ভেঙে দেয়া একাধিক বহুতল ভবন মালিকের অভিযোগ, ইউসুফ মোল্লা, জাহাঙ্গীর, খলিলুর রহমান, আলম ভদ্র'র বহুতল ভবন ছাড়াও মৎস্য বন্দরে অনেক বহুতল ভবন রয়েছে, যা সরকারি জমির উপর ভূমি অফিস ম্যানেজ করে নির্মাণ করা হয়েছে। রহস্যজনক কারণে এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলার বিষয়ে কখনও সিদ্ধান্ত নেয়া হয় না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছিল। - গোফরান পলাশ