News update
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     
  • Salahuddin sees security risks if polls miss February deadline     |     
  • Qatar denounces Israel before major summit over Doha attack      |     

সৃষ্টি টিভিতে ঈদের নাটক ‘ভালবাসার অন্য রং’

Art & craft 2021-07-18, 1:21pm

A sequence of TV drama ' Bhalobasar Anyo Rong.



পরীক্ষামূলকভাবে স্যাটেলাইট সম্প্রচারে থাকা সৃষ্টি টিভিতে আসন্ন ঈদ উল আযহার অনুষ্ঠানমালায় বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল তিনটায় প্রচারিত হবে নাটক ‘ভালোবাসার অন্য রং’। নাটকটি যৌথভাবে নির্মাণ করেছে আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশন।

ভালেবাসা দিবসে বিভিন্ন পার্কে প্রেমিক-প্রেমিকারা যখন প্রেম নিবেদনে

ব্যস্ত, ঠিক তখনটি একটি ছোট্ট শিশুর অন্য রকম এক ভালবাসা সবাইকে আবেগ আপ্লুত করে তুলে। আহমেদ কামাল আফতাবের লিখা গল্পে নাটকটি পরিচালনা করেছেন নাসরিন হীরা। প্রান্ত শর্মার চিত্রধারণে নাটকটি নির্মাণের সার্বিক তত্বাবধানে রয়েছেন আশরাফুল করিম সৌরভ।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জনপ্রিয় অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, মায়মুনা আমিন ঐশী, আহমেদ কামাল আফতাব, রাশেদা আহমেদ রাফা, মোহাম্মদ আলী, জয়নাল আবেদিন, ঋশিকা দাশ, মান্নান হিমেল, মামুন খাঁন রাহি, পারভেজ চৌধুরীসহ আরো অনেকেই।

নাটকটি সবার ভাল লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, নাটকটি রাহা আরাফ টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ঈদের

তৃতীয় দিন ২৩ জুলাই রাত আটটায়।

সংবাদ প্রেরক, মোহাম্মদ আলী, মোবাইল নম্বর: ০১৫৫৮-৪৫৭০৪১