News update
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     
  • Bodies of three Bangladeshis killed in India's Tripura handed over     |     
  • Khaleda, Tarique invited to July Charter signing ceremony     |     
  • Climate adaptation could unlock millions of jobs, growth in BD     |     
  • UN Rights Chief Welcomes Bangladesh's Abuse Prosecutions     |     

শিল্পকলায় অনুষ্ঠিত হলো নৃত্যপট ও রঙ্গপিঠ এর শাদী পায়গাম

Art & craft 2024-11-05, 12:08am

shadi-paygam-staged-at-the-shilpakala-academy-on-sunday-evening-6d8ab7fb755a2a4c46796f13761987f91730743775.jpg

Shadi paygam staged at the Shilpakala Academy on Sunday evening.



৩  নভেম্বর রবিবার সন্ধ্যা সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল রঙ্গপীঠ নাট্য দলের আয়োজনে নৃত্যপট এর শুভারম্ভ অনুষ্ঠান। নৃত্যপট এর শুভারম্ভর পাশাপাশি রঙ্গপীঠ শিশু দলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। শুরুতে রঙ্গ পীঠ নাট্য দল, রঙ্গপীঠ শিশু দল এবং নৃত্যপট এর  প্রতিষ্ঠাতা জনাব গোলাম জিলানী নৃত্যপট এর সভাপতি রনজু আহমেদ , সাধারণ সম্পাদক আইরিন পারভীন সিনিয়র সদস্যদের নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের  মাধ্যমে  নৃত্যপট এর কার্যক্রমের শুভ সূচনা করেন।  এর পরপরই পরিবেশিত হয় নৃত্যপট এর উদ্বোধনী নৃত্য।  বক্তব্য রাখেন  নৃত্যপট এর সভাপতি জনাব রনজু আহমেদ ।  তিনি বলেন বিদেশি অপসংস্কৃতি এবং মোবাইলের কুপ্রভাব থেকে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতিমুখী করাই নৃত্যপটএর লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশ কে চেনা বাংলার ভাটিয়াল ভাওয়াইয়া  তথা বাংলার হাজার বছরের লালিত ঐতিহ্য ও সংস্কৃতির বীজ আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে রোপন করার প্রতি গুরুত্বারোপ করেন।  শুভেচ্ছা বক্তব্য রাখেন নৃত্যপট এর সাধারণ সম্পাদক আইরিন পারভীন।  এরপর পরিবেশন করা হয় রঙ্গপীঠ শিশু দলের দলীয় আবৃত্তি।মৃত্যুপথ ও রঙ্গপীঠ শিশু দলের  নিবাহী কমিটির সদস্যদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব গোলাম জিলানী।  একক নৃত্য পরিবেশন করেন নাজমা লাকি। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব গোলাম জিলানী।   রঙ্গপীঠ নাট্য দলের ১১তম প্রযোজনা দর্শক নন্দিত নাটক শাদী পায়গম  এর ২০ তম মঞ্চায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।