জাপান সরকার দেশে উৎপাদিত উচ্চমান সম্পন্ন ফল এবং অন্যান্য কৃষিজাত পণ্যের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে।
কৃষি মন্ত্রণালয় হয়তো নতুন উদ্ভিদের প্রজাতির অভ্যন্তরীণ উদ্ভাবকদের বুদ্ধিবৃত্তিক সম্পদ বজায় রাখা এবং সুরক্ষার জন্য একটি সংস্থা গঠন করবে।
কর্মকর্তারা বলছেন, নকল বা অনুমতি না নিয়ে ব্যবহার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন কোম্পানির পক্ষ হয়ে তারা কাজ করার কথা ভাবছেন।
উদ্ভাবকরা নতুন প্রজাতির জন্য লাইসেন্স ফি পাচ্ছেন কিনা তা নিশ্চিত করার জন্য তারা দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার পরিকল্পনাও করছেন।
বর্তমানে চীনে উৎপাদিত হয়ে চলা এক ধরনের উচ্চমানের আঙুর, শাইন মাস্কাটের উদ্ভাবনের কারণে এই সমস্যার প্রতি জোর দেয়া হচ্ছে।
উল্লেখ্য, এই ফলটি মূলত একটি জাপানি গবেষণা প্রতিষ্ঠান উদ্ভাবন করেছিল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুমান করছেন যে এই ফলের জন্য বার্ষিকভাবে লাইসেন্স ফি হিসেবে ৮ কোটি মার্কিন ডলারেরও বেশি পাওনা রয়েছে চীনের কাছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।