ইন্দোনেশিয়া সোমবার পাম তেলের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
ইন্দোনেশিয়া সারা বিশ্বের মোট পাম তেলের প্রায় ৬০% উৎপাদন করে থাকে। তবে, এপ্রিল মাসের শেষের দিক থেকে দেশটি অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করার জন্য রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর, সূর্যমুখী তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে পাম এবং অন্যান্য রান্নার তেলের দাম বেড়ে যায়। উল্লেখ্য, ইউক্রেন হচ্ছে প্রধান একটি সূর্যমুখী তেল উৎপাদক দেশ।
ইন্দোনেশিয়া এই বলে পাম তেল রপ্তানির উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয় যে, তারা ধারণা করছে তেলের সরবরাহ স্থিতিশীল থাকবে এবং তেলের মূল্য কমে যাবে। কর্মকর্তারা এও বলছেন যে তারা পাম তেল শিল্পের ১ কোটি ৭০ লক্ষ চাকরির উপর এই নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব হ্রাস করতে চাইছেন।
পাম তেল কেবল খাবারেই ব্যবহার করা হয় না, বরং প্রসাধন সামগ্রী সহ অন্যান্য পণ্যেও ব্যবহার করা হয়।
উল্লেখ্য, এমনকি পাম তেলের উপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করার পরেও ইন্দোনেশিয়ায় রান্নার তেলের দাম ১ বছর আগের তুলনায় ৭০% বেড়ে গেছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।