News update
  • 9 more NBR officials suspended over recent protests     |     
  • Sada Pathor scam: Sylhet DC, Companiganj UNO transferred     |     
  • Contenders in DU Central Students Union, Hall Union Elections     |     
  • HKH nations need $700 bn yearly for adaptation, mitigation      |     
  • BD economy in modest recovery amid challenges: MCCI     |     

কক্সবাজারে হাতির মরদেহ উদ্ধার

গ্রীণওয়াচ ডেক্স জীববৈচিত্র 2023-11-25, 1:24pm

resize-350x230x0x0-image-249281-1700883070-911e7e698c4d0df4236e1bd91fe333ab1700897066.jpg




কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাহাড়ে একটি হাতির মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ঈদগাঁওর ভোমারিয়ারঘোনার এলাকার শিয়া পাহাড়ে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলে।

ঈদগাঁও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খাঁন জানান, হাতিটির অনুমানিক বয়স ৪৫ বছর। চিকিৎসকের উপস্থিতিতে পুরুষ হাতিটির ময়নাতদন্ত করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পর বিকেলে মাটিতে পুঁতে ফেলা হয়।

ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটি হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।