পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় রাজবাড়ীতে সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার শহীদওহাবপুর ও বসন্তপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এবং পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাঈদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকার এ কে এম ব্রিকসকে ১ লাখ টাকা, এ বি সি ব্রিকসকে ২ লাখ টাকা, বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকার এ অ্যান্ড বি ব্রিকসকে ২ লাখ টাকা, আর অ্যান্ড ডি ব্রিকসকে ২ লাখ টাকা, বড় ভবানীপুর এলাকার এফ এ বি ব্রিকসকে ২ লাখ টাকা, মহারাজপুর এলাকার আর এ এস ব্রিকসকে ২ লাখ টাকা ও উদয়পুর এলাকার সনি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার, পরিদর্শক টিপু সুলতান ও মো.জাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজবাড়ী জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন ও র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, পরিবেশ, বায়ু ও সব ধরনের দূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে সাতটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।