News update
  • Elections Possible Between Dec 2025 and Mar 2026: CA     |     
  • Cyclone's fringe lashes eastern Australia     |     
  • BRI’s corridor impacts strategic concern for BD: Moyeen Khan     |     
  • Bangladesh’s run machine Mushfiqur Rahim retires from ODIs     |     
  • Dhaka’s air quality ranks 6th worst in world Thursday     |     

ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই: উপদেষ্টা রিজওয়ানা

গ্রীণওয়াচ ডেস্ক error 2025-03-05, 7:46pm

rtrtrtw-508dd764604f11ace2cf0fbb8978b5511741182419.jpg




ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খননের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৫ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬টি খালের খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

রিজওয়ানা হাসান বলেন, একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণে আমাদেরকে ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে। এজন্য খাল খনন কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে ৬টি খাল খননের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আরও ১৩টিসহ মোট ১৯ খাল খননের কার্যক্রম এ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা বলেন, ঢাকার খালগুলো খননের পর খালের পাড়ে দৃষ্টিনন্দন ফুলের চারা এবং ফল ও পাখিদের খাওয়ার উপযোগী বৃক্ষরোপণ করা হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থপতি ফজলে রেজা সুমনসহ ডিএনসিসি ও নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি