News update
  • Half of world’s CO2 emissions come from 36 fossil fuel firms     |     
  • New Report Finds Sexist Laws Persist Worldwide     |     
  • Kashmir Rivers Run Dry, Snow Disappears, and Hope Dissipates     |     
  • Gaza recovery must be built on more than steel and concrete     |     

বাংলাদেশের বাজারে উন্মোচিত হলো ফোল্ডেবল ফোন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি

প্রিমিয়াম ডিজাইন, আলট্রা-ক্লিয়ার ইমেজিং ও শক্তিশালী পারফরম্যান্স - স্মার্টফোন প্রেমীদের জন্য এলো নতুন অলরাউন্ডার ফোন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-05, 7:29pm

56563563-22395f6049ccaf157edaf21605fd299d1741181475.jpg




ফোল্ডেবল ফোন ধীরে ধীরে ট্রেন্ডে পরিণত হচ্ছে। ফোল্ডেবল স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে, সম্প্রতি বাংলাদেশের বাজারে বহুল আলোচিত ফোল্ডেবল ফোন ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোনটি  নিয়ে এসেছে স্মার্টফোন উদ্ভাবনে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টেকনো। স্মার্টফোন ব্যবহারকারীদের সকল কার্যক্রম নিখুঁতভাবে সম্পূর্ণ করতে সহায়ক এই ফোন স্মার্টফোন অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ফিচার ও নান্দনিক ডিজাইন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোনকে করে তুলেছে অনন্য। দুর্দান্ত কনফিগারেশনের এই ফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। এই ফোল্ডেবল ফোনে রয়েছে আর্কষনীয় ডিজাইন পাশাপাশি এই ডিভাইসের অ্যারোস্পেস-গ্রেড প্রোপ্রাইটারী হিঞ্জ ডিজাইন যা স্টাইল এবং ডিউরাবিলিটি নিশ্চিত করবে। ফোল্ড ফোন হলেও এই ফোনে রয়েছে মাত্র ২৪৯ গ্রাম ওজন এবং আনফোল্ডেড অবস্থায় এই ডিভাইসের থিকনেস মাত্র ৫.৫ মিলিমিটার যা ব্যবহারকারীদের চমৎকার অভিজ্ঞতা দিবে। এছাড়াও লং টাইম ব্যবহার নিশ্চিত করতে ৪ লক্ষবার ফোল্ড এবং আনফোল্ড টেস্ট পাশ করেছে এই ফোন। 

এই ফোনে রয়েছে ডুয়াল স্ক্রিন। ৭.৮৫'' অ্যামোলেড মেইন স্ক্রিন এবং একটি ৬.৪২'' অ্যামোলেড সাব স্ক্রিন, যা ব্যবহারকারীর ভিউয়িং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে রয়েছে ২২৯৬ x ২০০০ টুকে+ রেজ্যুলেশনের মেইন স্ক্রিন এবং সাব-স্ক্রিনে রয়েছে ২৫৫০ x ১০৮০ এফএইচডি+ রেজ্যুলেশন পাশাপাশি এর ডুয়াল ১২০ হার্জ এলটিপিও অ্যাডাপটিভ রিফ্রেশ রেট যা নিশ্চিত করবে চমৎকার ভিজ্যূয়াল ও স্মুথ অভিজ্ঞতা। এই ডিভাইসে আরও আছে ফ্যান্টম ভি পেন সাপোর্ট যা ব্যবহারকারীদের প্রোডাক্টিভিটি ও ক্রিয়েটিভিটিতে আরও হেল্প করবে। এই পেনে রয়েছে লক স্ক্রিন নোট, গ্লোবাল কাটআউট, রিমোট কন্ট্রোল, রাইট টু ক্যালকুলেট সহ আরও অনেক ফিচার। টেকনো এআই দ্বারা সমর্থিত এই ডিভাইসে রয়েছে এলা (এআই অ্যাসিস্ট্যান্ট), এআই দিয়ে লেখা এবং রিয়েল টাইমে কথোপকথন অনুবাদ করার টুল। এছাড়া, এই ফোনে এআই আর্টবোর্ড, এআই সামারি ও এআই ওয়ালপেপার জেনারেটর সহ আরও অনেক এআই-চালিত ফিচার রয়েছে।

ক্লাউড স্টেপ ডিজাইন সহ এই ফোনের ক্যামেরা সেটআপটি ব্যবহারকারীদের মন জয় করে নেবে। এই ফোনে রয়েছে আলট্রা-ক্লিয়ার পাঁচটি লেন্স সম্বলিত ক্যামেরা সিস্টেম, সাথে ৫০ মেগাপিক্সেল (মেইন) + ৫০ মেগাপিক্সেল (পোর্ট্রেট) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) সেটআপ। এই অবিশ্বাস্য ক্যামেরা সেটআপের মাধ্যমে, ব্যবহারকারীরা ডে-লাইট বা লো লাইট সব ক্ষেত্রেই মাস্টার-লেভেল ফটোগ্রাফির অভিজ্ঞতা পাবেন। দুর্দান্ত সেলফির জন্য ফোনটিতে ডুয়াল ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর পাশাপাশি ১২জিবি র‍্যাম (+১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং ম্যাসিভ ৫১২ জিবি স্টোরেজ সক্ষমতা। এই ডিভাইসে ৫৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৭০ ওয়াট আল্ট্রা চার্জ এবং ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জ সুবিধা থাকার কারণে ব্যবহারকারীরা দীর্ঘ সময় কোনও বাধা ছাড়াই ফোনটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, ডিভাইসটিতে আরও রয়েছে আইপি৫৪-গ্রেড ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, আইপি৬৮-গ্রেড ওয়াটারপ্রুফ টাইপ-সি কম্পোনেন্ট, ওয়াটার অ্যান্ড ডাস্ট-প্রুফ সাইড কি সিল স্ট্রাকচার, ৩৬০° ওয়াটারপ্রুফ মিড ফ্রেম, ওয়ান-মিটার ড্রপ টেস্ট সার্টিফিকেশন, টিইউভি এসইউডি ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্রেড এ মার্ক এবং দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও তিন বছরের সিকিউরিটি আপডেট সহ ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ডিভাইসটির মূল্য মাত্র ১৩৯,৯৯৯ টাকা।