News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

পদ্মার পানির ন্যায্য হিস্যা পেতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে : উপদেষ্টা রিজওয়ানা

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-05-20, 7:02am

rajshahi_rizwana_pic-760786e6d010ee25b415b424c31397bc1747702955.jpg




আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ফারাক্কার পানি বণ্টন চুক্তির মেয়াদ রয়েছে উল্লেখ করে পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পদ্মার পানির ন্যায্য হিস্যা পেতে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। সময় হলে কথা তোলা হবে। আমাদের অবস্থান পরিষ্কার করব।’

পানি প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে  রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদের উৎসমুখ পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দুই দেশের টেকনিক্যাল কমিটি মাঠ পর্যায় থেকে প্রতিনিয়ত তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। যথাসময়ে ফারাক্কা পানি বণ্টন চুক্তি নবায়ন কিংবা নতুন করে হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘পদ্মার পানি আমাদের ন্যায্য হিস্যা, এই অধিকারের জায়গা থেকে আমরা ভারতের সঙ্গে কথা বলব। প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাধা রাখা যাবে না।’ এ সময় তিনি বলেন, বড়াল নদে স্লুইসগেটের দরকার নেই।

দেশে বালু ও ভূমিদস্যুতা চরমে পৌঁছেছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘ফসলি জমিতে পুকুর খনন পরিবেশকে হুমকিতে ফেলেছে। এটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।’

উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, ‘এক সময়ের প্রমত্তা বড়াল নদের পানি প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য ভরাট হয়ে যাওয়া নদের ১৮ কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইচগেট অপসারণ করা হবে।’

এ সময় পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন।