News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

থ্রি জিরো বাস্তবায়নে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-07-05, 6:19pm

dengue-focas11-a02cb8d628acacbe80ac108137a5a3f21751717972.jpg




থ্রিজিরো বাস্তবায়নে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫ এ ‘মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’-শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ- এই তিনটি লক্ষ্য অর্জনে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে।  তিনি বলেন, এই লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন আন্তরিক সামাজিক দায়বদ্ধতা এবং প্রকৃত সামাজিক ব্যবসা মডেলের চর্চা।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘আমরা মূল্যবোধের কথা বলি, কিন্তু সেটা কাজে লাগাই না-এটাই আজকের মূল সমস্যা। পরিবর্তনের জন্য নৈতিক আদর্শকে শুধু মুখে নয়, কাজে প্রয়োগ করতে হবে।’

পরিবেশ উপদেষ্টা বলেন, আধুনিক পুঁজিবাদ সমাজ ও প্রকৃতির ওপর যে বিরূপ প্রভাব ফেলেছে, তা এখনই মোকাবিলা না করলে এই শতকের শেষে অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং সভ্যতা বিলুপ্ত হবে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের প্রয়োজন ও অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে হবে। ভোগ নয়, সংযমই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে চিরতরের জন্য।’

ইসলামী মূল্যবোধের প্রসঙ্গ টেনে রিজওয়ানা হাসান বলেন, ইসলাম শুধু উপদেশ দেয় না, কার্যকর পদক্ষেপের কথা বলে। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে সহনশীলতার শিক্ষা দেয়।

তিনি আফসোস করে বলেন, মানবিক সংকটে মুসলিম বিশ্ব একক কণ্ঠে কথা বলে না। ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা করা হলে কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো মূল্য নেই।

রিজওয়ানা হাসান ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উপাদান যাকাতকে একটি কার্যকর ও পরীক্ষিত মডেল হিসেবে উল্লেখ করে বলেন, ‘আধুনিক করব্যবস্থায় আমরা কর দেই, কিন্তু সেই অর্থ প্রকৃতপক্ষে দরিদ্রদের উপকারে আসে না।’ যাকাত একটি প্রত্যক্ষ ও মানবিক অর্থনৈতিক কাঠামো বলেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউ-এর মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনক.-এর চেয়ারম্যান ইউপ আকমাল, ইউএনআইডব্লিউ-এর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ও সওয়াব-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, আইআইআইটি বাংলাদেশ-এর প্রতিনিধি ও বিআইআইটি-এর মহাপরিচালক ড. এম আবদুল আজিজ এবং ইউএনআইডব্লিউ-এর কাউন্সিল সদস্য ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।