News update
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     

সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ হবে : পরিবেশ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-07-12, 6:22pm

saabhaar-90a1b2199e5b778d3b55b8d63b4e3d471752322957.jpg




বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে বিপুল পরিমাণে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১২ জুলাই) সাভারে ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ‘উন্নত ঢাকা জেলা উদ্যোগ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’—এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে এক দিনে এক লাখ চারাগাছ রোপণ করা হচ্ছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না। ঢাকা শহর ও আশপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। গাছ লাগানোই এই পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, সেগুলো রক্ষা করাও আমাদের দায়িত্ব।’

উপদেষ্টা আরও বলেন, ‘ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে।’

এছাড়া, ক্ষতিকর পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান উপদেষ্টা । তিনি বলেন, ‘যত্রতত্র বর্জ্য পোড়ানো যাবে না।’

এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের হর্ন বাজানো থেকে বিরত থাকার অনুরোধও জানান উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘শুধু গাছ লাগানোতেই পরিবেশ রক্ষা সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার প্রতিটি উদ্যোগে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।

পরে উপদেষ্টা সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, ‘পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সরকারের আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’ এনটিভি