News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্থ ১১ কোটি মানুষ

Climate 2022-02-06, 12:39am




যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ব্যাপক শীতকালীন ঝড়ে দক্ষিণ-পশ্চিমের টেক্সাস থেকে সুদূর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেইন পর্যন্ত ৩২০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ১১ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসকারীরা বলেছেন,মধ্য-পশ্চিমাঞ্চলীয় এবং দক্ষিণের যে রাজ্যগুলোতে তাপমাত্রা গড়ে অন্তত ২০ থেকে ৪০ ডিগ্রি হবে বলে ধারণা করা হচ্ছিল সে অঞ্চলগুলোতে তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমায়িত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পূর্বাভাসকারীরা আরও বলছেন টেক্সাস থেকে পেনসিলভেনিয়া পর্যন্ত প্রচুর বরফ জমার আশঙ্কা রয়েছে।

দেশব্যাপী বিদ্যুৎশক্তি পর্যবেক্ষণের অনলাইন দল পাওয়ারআউটেজ ইউএস জানিয়েছে যে, বরফ জমে থাকার কারণে টেনেসিতে ১ লাখ ১৫হাজারের বেশি মানুষ,টেক্সাসে ৭০ হাজার এবং আরাকানসাসে ২৪ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

দেশব্যাপী বিমান চলাচলের ক্ষেত্রেও ঝড়ের প্রভাব পড়েছে। এয়ার ট্রাফিক মনিটরিং ওয়েবসাইট ৫৫০০ ফ্লাইট বাতিল এবং ৩৩০০ ফ্লাইট বিলম্বের রিপোর্ট করেছে। এর অনেকগুলোই টেক্সাসে আটকা পড়েছে।

বৃহস্পতিবারের এই ঝড়ের প্রায় এক বছর আগে টেক্সাসে একটি গুরুতর তূষার ঝড় আঘাত হানে যার কারণে প্রায় ২৪ লাখ মানুষ কিছুদিন বিদ্যুৎবিহীন ছিল। সে ঝড়ে ১৪০-জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সূত্রঃ ভয়েস অফ আমেরিকা।