News update
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     
  • Jamaat and allies set to begin seat-sharing discussions from Tuesday     |     
  • ACC sues ex-minister Obaidul Quader, 13 more over illegal flat     |     
  • Japan Issues Tsunami Alert After Strong 7.6 Quake     |     
  • Bangladesh Plans Record Flag-Parachute Display on Victory Day     |     

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ছয় ব্যবসায়ীকে জরিমানা

Courts 2025-10-18, 10:19pm

mobile-court-organised-in-kalapara-to-protect-mother-hilsa-during-the-22-day-ban-on-catch-946da440f855f0a1d2a5897ac6bbfcf31760804385.jpg

Mobile court organised in Kalapara to protect mother hilsa during the 22-day ban on catch.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রি এবং পন্য'র  মোড়কে উৎপাদন সহ মেয়াদ উর্ত্তীন হওয়ার তারিখ না থাকায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বানাতী বাজার এবং কলাপাড়া পৌরশহরের ফিসারী এলাকায় ছয়জন ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া। এসময় তার সাথে ছিলেন কলাপাড়া উপজেলা স্যানিটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ।

অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলো মো. রুবেল হাওলাদার ১৫ হাজার টাকা, পায়রা বেকারী ৫ হাজার টাকা, মো. সাইদুল ইসলাম ৩ হাজার ৫'শ টাকা, মো. আসাদ ৩ হাজার টাকা, মো. আনসার ২ হাজার ৫'শ টাকা ও মেহেদী হাসান ৩ হাজার টাকা। এদের মধ্যে অধিকাংশই বানাতী বাজারের ঔষধ ব্যবসায়ী বলে জানা গেছে। - গোফরান পলাশ