News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

কলাপাড়ায় প্রতিমা ভাঙচুর, স্বর্ণের চোখ চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার

Crime 2024-05-24, 11:46pm

accused-in-idol-vandalising-and-golden-eye-theft-arrested-in-kalapara-e45df70bc4a52c9a5aa959aef50de5761716572942.jpg

Accused in idol vandalising and golden eye theft arrested in alapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌর পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাঙচুর করে স্বর্ণের চোখ চুরি ঘটনার প্রধান আসামি ইব্রাহিম (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী আমতলী উপজেলার তারিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ইব্রাহিম উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের তাহের মিয়ার ছেলে এবং পেশায় একজন অটো রিকশা চালক।

এর আগে  মংগলবার দুপুর ২ টার দিকে মন্দিরের প্রতিমা ভেঙ্গে স্বর্ণের চোখ চুরির ঘটনা ঘটে। ওইদিন রাতেই মন্দির কমিটির সভাপতি গোসাই সাহা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিসি টিভির ফুটেজ দেখে ইব্রাহিম কে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ রাসেলের সাথে কথা বললে তিনি স্বর্ণের চোখ উদ্ধার কিংবা এ ঘটনায় আর কারা জড়িত সে বিষয়ে গণমাধ্যমকে কোন তথ্য দেননি। আটক ইব্রাহিমকে তিনি গাম নেশা আসক্ত ও ভবঘুরে বলে দাবি করেন। - গোফরান পলাশ