News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Diplomacy 2025-01-15, 7:53pm

president-shahabuddin-ahmed3-de885d09a7d156478469c6252b45ae4a1736949195.jpeg

President Shahabuddin Ahmed.



ঢাকা, ১৫ জানুয়ারি: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশের অবকাঠামো, অটোমোবাইল, আইসিটি-সহ উদীয়মান বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতির কাছে আজ ঢাকায় বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।   

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাপান বাংলাদেশের একক সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। তিনি বলেন, দু’দেশের সম্পর্ক স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত হয়েছে। এ সময় বিগ বি ইনিশিয়েটিভ এর অধীনে বাংলাদেশের উন্নয়নে ঋণ ও অনুদান হিসেবে জাপানের ২৩ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি এ সহযোগিতা আরো জোরদার করার আহ্বান জানান।

দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে মোঃ সাহাবুদ্দিন বলেন, জাপানের ৩৫০টির বেশি কোম্পানি বর্তমানে বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশ থেকে জনশক্তি নিতে এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে তিনি রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

রাষ্ট্রপতি রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে জাপানের ভূমিকার প্রশংসা করেন। রোহিঙ্গারা যাতে নিরাপদ এবং সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যেতে পারে সে বিষয়ে জাপান ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

এ সময় জাপানের রাজা, রানি এবং রাজপরিবারের সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বাংলাদেশের বড় বড় অবকাঠামো খাতে জাপানের বিনিয়োগের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে  বাংলাদেশের বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করতে আগ্রহী তার দেশ। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও প্রেস সচিব মোঃ সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। - তথ্যবিবরণী