News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

কলাপাড়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

Disasters 2023-03-09, 10:26pm

disaster-preparedness-day-was-observed-in-kalapara-on-thursday-f841f7d6e1d4095b261ce627c3f491521678379177.jpg

Disaster preparedness day was observed in Kalapara on Thursday.



পটুয়াখালী: ”স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সব সময়” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপন করা হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৎস্য বন্দর মহিপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রাম দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যা সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রন করেন। 

মহিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী-সিপিপি’র সহযোগীতায় বেসরকারি আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এ আয়োজন করে।

র্যালী শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে উপকূলীয় দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার  সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো.ফজলু গাজী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জি এন জাপান মোফা ডি আর আর প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার মাসাই কো ইয়োদা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মিঃ দীপক কুমার দাস। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী-সিপিপি সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান খাঁন, সিপিপি মহিপুর ইউনিয়ন টিম লিডার মো.জাহিদুল ইসলাম সেলিম, জি এন জাপান মোফা ডি আর আর প্রকল্প কলাপাড়া প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ্বাষ প্রমুখ। অনুষ্ঠান সভাসঞ্চলনা করেন জি এন জাপান মোফা ডি আর আর প্রকল্প প্রোগ্রাম অফিসার সুজয় সরকার। - গোফরান পলাশ