News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটি ধীরে ধীরে অভিষ্ঠ লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছে

প্রশাসন 2023-03-09, 10:41pm

a-meeting-of-the-chittagong-hill-tracts-affairs-committee-was-held-on-thursday-75f6c8746669c8c268144e2a9216f2be1678380082.jpg

A meeting of the Chittagong Hill Tracts Affairs Committee was held in Kuakata on Thursday



পটুয়াখালী: পার্বত্য শান্তিচুক্তি  বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ভূমি কমিশন ও পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি সহ পাবর্ত্য শান্তিচুক্তির যে বিষয়গুলো এখনও বাস্তবায়িত হয়নি সে সব নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে, আমরা বিশ্বাসি এর মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরে আসবে। আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা গ্রান্ড হোটেলে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির ৭ম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তারা। 

তাঁরা আরও বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নের যে কমিটি আছে ধীরে ধীরে আমরা অভিষ্ঠ লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছি।

বৈঠকে  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম,  কমিটির সদস্য ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবর্তন ও পুর্ণবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্ণবাসন সম্পর্কিত টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,  পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, মিসেস বাসন্তী চাকমা এমপি, সাবেক মূখ্য সচিব ও রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  - গোফরান পলাশ