News update
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     

কলাপাড়ায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Drugs 2023-01-21, 9:39pm

narcotics-trader-held-allegedly-with-7-kg-hemp-79b4d3f53fe17df68f0faf658b5ffd101674315553.jpg

Narcotics trader held allegedly with 7 kg hemp



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৭ কেজি গাঁজা ও নগদ  ৩১ হাজার ৯'শ টাকাসহ শানু গাজী  (৪৮)  নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শানু গাজী আলীপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর রান্নাঘরের মাটি খুঁড়ে ড্রাম ভর্তি অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯'শ টাকা পাওয়া গেছে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত শানু গাজী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। - গোফরান পলাশ