News update
  • Dhaka’s Per Capita Income Rises to USD 5,163     |     
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     
  • 65 Nations Sign UN Treaty to Combat Cybercrime Globally     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     

পঁচা মুরগী সংরক্ষনের দায়ে খাবার হোটেল ব্যবসায়ীকে জরিমানা

Eateries 2024-07-30, 12:44am

a-kuakata-restaurant-owner-was-fined-taka-20000-for-selling-decomposed-chicken-fc9473051dfed4ff704731f9523a4ca51722278666.jpg

A Kuakata restaurant owner was fined Taka 20,000 for serving rotten chicken.



পটুয়াখালী :পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি পঁচা মুরগী সংরক্ষনের দায়ে মিজানুর রহমান (৪৫) নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। এসময় কলাপাড়া থানা পুলিশের সদস্য ও উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ জানান, বেশ কয়েকদিন ধরে ওই হোটেল ব্যবসায়ী পঁচা মুরগি রান্না করে বিক্রি করে আসছিলো। সকালে দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পঁচা মুরগি উদ্ধার করা হয়। পরে এসব মুরগি মাটি চাপা দেয়া হয়েছে।  - গোফরান পলাশ