News update
  • Toll-free entry for vehicles via airport area expressway Thursday     |     
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     
  • Customs duty on dates imports cut ahead of Ramadan     |     
  • NBR extends VAT exemption on Metro Rail services     |     
  • People eagerly await Tarique Rahman's homecoming Thursday     |     

জাপা’র রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা

Election 2023-12-04, 11:41pm

japa-jatiya-party-quader-efe4481a1613d3be2841e1399d8836ee1701711693.jpeg

Japa - Jatiya Party (Quader)



পটুয়াখালী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে পাওনা কর পরিশোধ করায় তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।

সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে মনোনয়ন ফরমে প্রয়োজনীয় কাগজপত্রে কোন সমস্যা না থাকায় তার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

এর আগে রবিবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকার কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। পরে রুহুল আমীন তার কাছে প্রাপ্ত বকেয়া কর পরিশোধ করায় তার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। - গোফরান পলাশ