News update
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     
  • UN General Assembly Endorses New York Declaration on Two-State Solution     |     

ভোটার তালিকা নিবন্ধন আগামী ৫ ফেব্রুয়ারি শুরু

Election 2025-01-22, 10:57pm

election-commission-3c251e6d5f86dd5a8a60f4d95c25df9d1737565040.jpg

Election Commission



ঢাকা, ২২ জানুয়ারি: সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫-এ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক তা যাচাই গত ২০ জানুয়ারি ২০২৫ শুরু হয়েছে এবং নিবন্ধন কার্যক্রম আগামী ৫ ফেব্রুয়ারি হতে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। - তথ্যবিবরণী