News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই নেই -মাওলানা ইমতিয়াজ আলম

রাজনীতি 2025-01-22, 10:51pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991737564677.png

Islami Andolan logo



ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশবাসির প্রত্যাশা ছিলো আওয়ামী ফ্যাসিবাদ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে নতুন করে আর কোনো লুটেরা, দখলদার ও চাঁদাবাজ থাকবে না। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো চাঁদাবাজ ও দখলদারের যাঁতাকলে দেশাবাসি নিমজ্জিত।  চিহ্নিত রাজনৈতিক দলের পরিচয়ে দেশব্যাপী চাঁদাবাজি ও দখলদারির মহোৎসব চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, চাঁদাবাজ ও দখলদারদের রাজনৈতিক কোনো পরিচয় নেই। তাদের পরিচয় শুধুই চাঁদাবাজ ও দখলদার। আমরা এদের কোনো অস্তিত্ব দেখতে চাই না। এদের বিরুদ্ধে জিরু টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

আজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনকে সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম আগামি ২৪ জানুয়ারি  শুক্রবার সকাল ৯টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত নগর সম্মেলন ২০২৫ সফল করার জন্য মহানগরবাসির প্রতি আহ্বান জানান।

প্রস্ততি সভায় বক্তব্য রাখেন আলহাজ আলতাফ হোসাইন, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন,  মাওলানা নজরুল ইসলাম, এইচ এম রফিকুল ইসলাম, মাওলানা জিয়াউল আশরাফ,  মাওলানা কামাল হোসাইন, এম এম শোয়াইব, মুফতি আবদুল আহাদ, মাওলানা নাজিম উদ্দীন, আলহাজ শিব্বির আহমাদ সাব্বির, প্রকৌশলী গোলাম মোস্তফা, হাফেজ মাওলানা গোলামুর রহমান আজম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি