News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ২৭ মন সামুদ্রিক মাছ জব্দ

Fishery 2024-07-05, 10:23pm

about-a-ton-sea-figh-seized-from-a-passenger-bus-in-patuakhali-7a7f4c89d5831b52cd195ed56a61f95c1720196597.jpg

About a ton sea figh seized from a passenger bus in Patuakhali.



পটুয়াখালী: পটুুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি বাসে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পরিবহনের দায়ে কুয়াকাটা-ঢাকাগামী  তিনটি বাসের চালককে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বাস তিনটি থেকে ২৩০ টি প্যাকেটে থাকা জাটকা ইলিশসহ ২৭ মন সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুয়াকাটা - কলাপাড়া সড়কের শেখ কামাল সেতুর টোলঘরে টোল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাছ গুলো জব্দ করে বাস চালকদের এ জরিমানা করা হয়।  উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কৌশিক আহমেদ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে অভিযান চালানো হয়। তবে মাছের মালিকদের সনাক্ত করা যায়নি।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  কৌশিক আহমেদ জানান, নিষিদ্ধ  মাছ পরিবহনে নিয়ে যাওয়ার সময় তিনটি যাত্রীবাহী বাসের চালককে ১০ হাজার করে  ৩০ হাজার টাকা  জরিমানা করা হয়েছে। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ২০০ কেজি জাটকা ইলিশ, ৮৬০ কেজি পােয়া, ডান্ডি ও লইট্রা সহ বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। যা রাতেই বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। ৬৫ দিন সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে  এসব মাছ শিকার করে পরিবহনে নিয়ে যাওয়ার অপরাধে এ জরিমানা করা হয়েছে।  এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। - গোফরান পলাশ