News update
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     
  • CPJ denounces Trump administration's action against AP     |     

বঙ্গোপসাগর উত্তাল, শিববাড়িয়া নদীতে নিরাপদ আশ্রয়ে সহস্রাধিক মাছ ধরা ট্রলার

Fishery 2024-09-08, 11:44pm

fishing-trawlers-anchored-at-shibaria-canal-on-sunday-as-the-bay-was-rough-01903b5b187344cc4424126ae7be06211725817487.jpg

Fishing trawlers anchored at Shibaria canal on Sunday as the Bay was rough.



পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। শনিবার সন্ধ্যার দিকে উপকূলে বৃষ্টির সাথে সাথে বাতাসের গতি বাড়তে থাকে। এরপর রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হতে থাকে উপকূলে। ঢেউয়ের তোড়ে গভীর সমুদ্রে টিকতে না পেয়ে উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদে আশ্রয় নিতে শুরু করে জেলেরা।  রবিবার দুপুর পর্যন্ত মৎস্য বন্দর আলীপুর-মহিপুর সংলগ্ন শিববাড়িয়া নদীতে সহস্রাধিক মাছ ধরা ট্রলার আশ্রয় নেয়।

সমুদ্র থেকে ফিরে আসা এফবি তামান্না ট্রলারের মাঝি মো. ইউনুচ মিয়া বলেন, ‘গত মাসের শেষ দিকে সমুদ্রে ভালো মাছ ছিলো। বেশি মাছ পাবার আশায় সাগরে গিয়েছিলাম। চারদিন ফিশিং করার পরে হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠে। তাই ঘাটে ফিরে এসেছি। আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি করেছি। আবহাওয়া ভালো হলে সমুদ্রে যাবো।’

শিববাড়িয়া নদীতে আশ্রয় নেয়া অপর আল্লাহর দান ট্রলারের মাঝি আলী মিয়া জানান, 'আগষ্ট মাসের শেষ দিকে প্রতিটি ট্রলার অন্তত:১০-১৫ লক্ষ টাকার ইলিশ বিক্রী করেছে। চলতি মাসের শুরুতে মাছের তেমন দেখা মিলছেনা। ৪/৫ দিন সমুদ্রে ফিশিং করে এক একটি ট্রলার ২-৩ লক্ষ টাকার মাছ নিয়ে নিারপদ আশ্রয়ের জন্য সমুদ্র থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে।  

মৎস্য বন্দর আলীপুরের আড়ৎদার ব্যবসায়ী আব্দুল জলিল ঘরামী বলেন, ‘সমুদ্র উত্তাল থাকায় অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলের বিভিন্ন নদ-নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে। বাকি ট্রলারগুলো সন্ধ্যার মধ্যে ঘাটে ফিরে আসার কথা রয়েছে।’ - গোফরান পলাশ