News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

হ্যাচারি মালিকদের মুরগী পালন বন্ধের দাবী করেছে প্রান্তিক পোল্ট্রি খামারিরা

Livestock 2022-07-31, 1:06pm

Shrinagar marginal poultry farmers at an opinion exchange meeting on 30 July Saturday



শনিবার ০৩-০৭-২০২২ প্রান্তিক পোল্ট্রি খামারি ঐক্য পরিষদের উদ্দ্যোগে হোগলাগাঁও বাজার, শ্রীনগর মুন্সিগঞ্জ এ, পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায়- বর্তমান পোল্ট্রি সেক্টরের যে অরাজকতা চলছে, সে বিষয়ে আগামী দিনের কর্মসূচি ও ৮ দফা দাবী নিয়ে বক্তারা আলোচনা করেন। এবং হ্যাচারি মালিকরা যে ৪০০ শত খামারে এতদিন যাবৎ অবৈধ ভাবে রেডি মুরগী পালন করে আসছে, তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থার মাধ্যোমে ও অবৈধ খামার গুলি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়।

উক্ত সভায়- সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি জনাব - মিজান বাশার এবং উপস্থিত ছিলেন, সংগঠনের সংগ্রামী মহাসচিব জনাব - কাজী মোস্তফা কামাল এবং সাংগঠনিক সম্পাদক জনাব- বেলাল হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ, শ্রীনগর, লৌহজং,সহ অনন্য থানার, পোল্ট্রি ব্যবসায়ী বৃন্দ রুবেল হোসেন, মোঃ শাহনাজ মিয়া, মোঃ নাজমুল, মোঃ রতন, মোঃ ফয়সাল, মোঃ বাবুল মোল্লা, প্রমুখ নেতৃবিন্দ। - প্রেস বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক, শাহীন হাওলাদার (দপ্তর সম্পাদক), বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামারি ঐক্য পরিষদ