News update
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     
  • Dhaka ranks world’s third worst in air quality Saturday     |     
  • Sylhet residents endure mosquito invasion amid dengue surge     |     
  • Lioness brought back to Zoo cage after one hour of escape     |     

কুয়াকাটায় অসুস্থ শিশু বায়েজিদ পেল চিকিৎসা সহায়তা

Medicine 2025-12-06, 10:53pm

indisposed-child-bayezid-gets-treatment-support-in-kalapara-e178654af72dcc6c1e359850fb62a4121765040029.jpg

Indisposed child Bayezid gets treatment support in Kuakata.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ১০ বছরের অসুস্থ শিশু বায়েজিদ পেল ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা। শনিবার চিকিৎসা সহায়তার এ টাকা শিশু বায়েজিদের মায়ের কাছে তুলে দেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। 

জানা যায়, বায়েজিদ পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের চানমিয়া-শিরিন দম্পতির সন্তান।হঠাৎ নিজ বাড়িতে বাম পায়ে আঘাত লেগে গোড়ালি ভেঙ্গে অসুস্থ হয়ে পড়ে শিশু বায়েজিদ। দিনমজুর বাবা কোনোমতে চিকিৎসা করালেও পুরোপুরি সুস্থ না হয়ে উল্টো ইনফেকশন হয়ে হাঁটা বন্ধ হয়ে যায় বায়েজিদের।

ছেলের চিকিৎসার জন্য নিজেদের সবটুকু সম্বল শেষ করে চিকিৎসা করালেও সুস্থ হয়নি বায়েজিদ। পরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের সহায়তায় চিকিৎসা পেতে শুরু করে বায়েজিদ। বায়েজিদকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে তাঁর চিকিৎসার অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করে সংস্থাটি। শুক্রবার (০৫ নভেম্বর) রাতে কুয়াকাটা সৈকতের পর্যটন পার্ক মাঠে কনসার্টে স্থানীয়, পর্যটক এবং সংস্থাটির প্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলের সহযোগিতায় প্রায় ত্রিশ হাজার টাকা অনুদান পায় বায়েজিদ। পরে আরো বিশ হাজার টাকা যোগ করে সংস্থাটি পঞ্চাশ হাজার টাকা অনুষ্ঠানের প্রধান অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের হাত দিয়ে বায়জিদের মায়ের কাছে প্রদান করে।

বায়েজিদের মা শিরিন আক্তার জানায়, আমার ছেলে অসুস্থ। সন্তানের অসুস্থতার চেয়ে মায়ের কাছে আর কিছু কষ্টের থাকতে পারে না। তাই আজকে যারা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। গুড নেইবারসকে ধন্যবাদ দিয়ে সবার কাছে ছেলের জন্য দোয়া চান তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, সমাজের এমন অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য গুড নেইবারসকে ধন্যবাদ জানাই। আমরা সবাই যদি এরকম অসহায়, দুস্তদের পাশে দাঁড়াই তাহলে সকল বায়েজিদরা সুস্থ হয়ে একসময় এদেশকে সুন্দর করে গড়ে তুলবে। - গোফরান পলাশ