News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

আমাদের বিনা অপরাধে শাস্তি দেয়া হয়েছে : সাবেক বিডিআর সদস্যরা

Military 2024-08-10, 12:51am

img-20240809-wa0062-83dc818d880e13e200e5f63858be78c21723229515.jpg

Ex-BDR members staged a human chain at Shahbagh on Friday



২০০৯ সালের ২৫   ২৬ ফেব্রুয়ারি। আমরা  আমাদের কর্তব্য ঠিক  মত করছিলাম। হঠাৎ করে আমাদের বলা হয় সেনাবাহিনী তোমাদের ক্যাম্পে  আক্রমণ করছে তোমরা প্রস্তুত হও আমরাও প্রস্তুত হই এবং বিভিন্ন ধরনের ফায়ার করি। আরে ফায়ারের কারণে আমাদের দুইটা ক্ষতি করা হয়েছে। এক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অন্যদিকে জেল খাটানো হয়েছে। আমরা কোন মানুষকে মারিনি শুধু আমরা ফায়ার করেছি। এসব কারণে আমাদেরকে দুটি শাস্তি ভোগ করতে হয়েছে। কথাগুলো মনের আক্ষেপে বলেন সাবেক বিডিআর  সদস্যরা। 

শুক্রবার ( আগস্ট) দুপুরে শাহবাগে মানববন্ধনে সাবেক বিডিআর সদস্যরা এই দাবি জানান। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সকল প্রাপ্য আমাদের ফেরত দিতে। আমাদের চাকরিতে আবারও পূর্ণবহুল করতে হবে। আওয়ামী লীগ  সরকার আমাদেরকে আমাদের হক থেকে বঞ্চিত করেছে। আমরা গণমাধ্যম কর্মীদের কাছে জোর দাবি জানাই যাতে করে আমাদের চাকরিতে পূর্ণবহাল করা হয় এবং আমাদেরকে আমাদের সম্মান ফেরত দেওয়া হয়। আমরা না খেয়েও দিন যাপন করেছি। বিশেষ করে যখন আমরা জেলে ছিলাম তখন আমাদের পরিবার অসহায়ের মত জীবন যাপন করেছে। এমনও দিন গিয়েছে যে আমাদের পরিবারের লোকজন না খেয়ে থেকেছে।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল বাছেদ,আতাউর রহমান,মো: আব্দুর রশিদ, ইয়াদুল হক,জসিম উদ্দিন,শামীম খান,আহসান হাবীবসহ প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি