News update
  • Overseas Migration of Bangladeshi Nationals Dropped in 2024     |     
  • US funding pause leaves millions in jeopardy, say UN experts     |     
  • Potential New Battle: UN vs US over Greenland, Panama Canal     |     
  • Dhaka’s air quality world’s worst for 2nd morning Wednesday     |     
  • Dense fog halts river ferry services on Manikganj routes     |     

কলাপাড়ায় ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Narcotics 2024-12-12, 1:06am

alleged-yaba-trader-arested-in-kalapara-8770297902a120e2f99145dcdd1a5b2a1733943966.jpg

Alleged Yaba trader arested in Kalapara.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় ৯০০ পিস ইয়াবাসহ আল-আমিন খলিফা (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার  রাতে  গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির গোয়াল ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আল-আমিন একই এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘ আল-আমিন খলিফাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। - গোফরান পলাশ